ওয়েবসাইট দিয়ে আয় করার জনপ্রিয় ৭ কৌশল:

 ওয়েবসাইট দিয়ে আয় করার জনপ্রিয় ৭ কৌশল:

একটা ওয়েবসাইট দিয়ে কয়েক শত রকম তরীকায় আয় করা সম্ভব। খুব জনপ্রিয় সাতটা সিস্টেম এখানে আলোচনা করা হলো।

আয় করার জন্য সব সময় খুবদামী ওয়েবসাইট হতে হবে এটা জরুরী নয়। একদম সাধারণ ডিজাইনের ফ্রি কোন সাবডোমেইন (ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস) দিয়ে তৈরি ওয়েবসাইটেও আয় করা সম্ভব। 

তবে নিয়মিত আয় পেজে একটু সাজানো গোছানো প্রোফেশনাল মানের ওয়েবসাইট হওয়া একান্ত জরুরী।





১. ব্লগ: 

নিয়মিত নিজের ডাইরী, গল্প, বিশেষ কোন খবর, কোন পছন্দের প্রোডাক্ট রিভিউ, কোন সার্ভিস বা পণ্য ব্যবহারের কৌশল ইত্যাদি লিখে আয় করা সম্ভব। সাথে থাকতে পারে ছবি বা ভিডিও আয় আসতে পারে গুগল অ্যাডসেন্স কিংবা অ্যাফিলিয়েট থেকে।


২. সার্ভিস/প্রোডাক্ট সেল: 

নিজের বা অন্যদের প্রোডাক্ট খুব সুন্দর করে ওয়েবসাইটে সাজিয়ে বিক্রি করা যায়। ফেসবুক পেজ বা গ্রুপ থেকে ওয়েবসাইটের পার্থক্যই হলো মূলত সজ্জা। ওয়েবসাইটে আমরা আমাদের কল্পনার যেকোন রুপ দিতে পারি।

এখানে বিক্রি করা যায় যেকোন ধরণের ফিজিক্যাল প্রোডাক্ট বা সার্ভিস। বিক্রি করা যায় যেকোন ধরণের ডিজিটাল প্রোডাক্টও যেমন অনলাইন ভিডিও, পিডিএফ, ডিজাইন ইত্যাদি..


৩.  অ্যাফিলিয়েট সাইট: 

বিভিন্ন পণ্য বা সার্ভিসের রিভিউ লিখে লিখে অ্যাফিলিয়েট হতে টাকা পাওয়া সম্ভব। বিশেষ ক্লায়েন্টদের জন্য বিশেষ ভাষায় ভঙ্গীমায় রিভিউ লিখলে ফল ভালো আসে। পাঠক ঐ পোস্ট পড়ে কোন প্রোডাক্ট কিনলে সেখান থেকে একটা পার্সেন্টিজ থাকে।


৪. ফ্রি কোন টুলস দিয়ে: 

ছোট ছোট অনলাইন টুলস তৈরি করে ওয়েবসাইটে দিয়ে রাখলে ভিজিটর আসে এবং ওখান থেকে অ্যাডসেন্স কিংবা অ্যাফিলিয়েটের মাধ্যমে বড় অংকের আয় করা সম্ভব। নিজে প্রোগ্রামার বা কোডার হলে সবচাইতে ভালো হয়। অথবা প্রোগ্রামার হায়ার করে নিজের দারুন সব আইডিয়া এদেরকে দিয়ে বানিয়ে নেয়া যায়। 


৫. ডিজিটাল প্রোডাক্ট:

গ্রাফিক ডিজাইনার হলে সেল করতে পারি নিজের সার্ভিস বা আগে থেকে তৈরি করে রাখা কোন আর্ট। ফটোগ্রাফার হলে ছবি। লেখক হলে বই। টিচার বা ট্রেনার হলে ভিডিও ট্রেনিং। প্রোগ্রামার হলে সফটওয়্যার কোড, শেফ হলে রেসিপি।



৬. ডিজিটাল পোস্টারের দেয়াল: 

জব বোর্ড বা ডিরেক্টরি লিস্টিং সাইট বলে এগুলোকে। এখানে মানুষ বিজ্ঞাপন দিবে ফ্রি তে অথবা মাসে নির্দিষ্ট একটা চার্জের বিনিময়ে। বিভিন্ন যন্ত্রপাতি, বাসা ভাড়া, চাকরির খবর, নতুন পণ্য ইত্যাদির বিজ্ঞাপন দিতে মানুষ ব্যবহার করবে আপনার ওয়েব সাইট। অ্যাডসেন্স থেকেও আয় হবে, প্রিমিয়াম লিস্টিং থেকেও আয় হবে।


৭. ওয়েবসাইট বিক্রি করে: 

আমরা আমাদের সাজানো গোছানো ওয়েবসাইট বেশ চড়া দামে বিক্রি করেও ভালো অংকের টাকা আয় করতে পারি। ভালো পেজ ভিউ-এংগেজমেন্ট থাকলে সেই ওয়েবসাইটগুলোর অনেক দাম হয়। অনেকেই শুরু থেকে আস্ত সাইট বানাবার ধান্দা না করে চালু একটা সাইট কিনে সেটাকে সাজিয়ে গুছিয়ে নেয়।



ভালো আয় করতে পারে এমন প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে নক করুন:

thehafij@gmail.com

+8801855573555

 ictdhaka.com

0 Comments