কিভাবে লেখালিখি থেকে আয় করবো?

কিভাবে লেখালিখি থেকে আয় করবো?

(ডাই হার্ড তরীকা)


আমাদের মধ্যে অনেকে আছে যারা শব্দ নিয়ে খেলতে পছন্দ করে, ডিকশনারী পছন্দের, ভাষার কৌশল নিয়ে মজা করা ভালো লাগে। 

কঠিন বিষয়কে সহজ ভাবে গুছিয়ে বলতে পারে। এই গুণগুলো কিছু কিছু থাকলে কপিরাইটার এবং কন্টেন্ট রাইটার হয়ে বেশ ভালো আয় করা যায়। 



আসুন প্রথমে জানি, 'কেন লেখালিখি থেকে আয় করবো?' 


অথবা

'লেখালিখি থেকে আয় করার সুবিধা?'


১. তুলনামূলক অন্যান্য স্কিল থেকে সহজ।


২. কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। এই কাজ সহজ ও প্রতিযোগী অনেক হবার পরও এর চাহিদা অনেক বেশি।

৩. কম্পিউটার অবশ্যই দরকার। কিন্তু মোবাইল দিয়েও শুরুটা সম্ভব।

৪. খুব সাধারণ মানের ল্যাপটপেই সম্ভব।

৫. কোন সফটওয়্যার কিনতে হবে না। আইনও ভাঙতে হবে না।

ফ্রি লিনাক্সে, ফ্রি গুগল ডকস দিয়েই সম্ভব।

৬. শিখতে খুব মজা আছে।

৭. এই ক্ষমতা অন্য যেকোন স্কিলেও কাজে লাগবে।

৮. আয় বেশ ভালো। চাহিদা অনেক বেশি। ছোট পর্যায়ে ৩০-৭০ হাজার আর বড় পর্যায়ে ১ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত মাসে আয় করা সম্ভব।



সময় লাগবে কেমন?


যদি দৈনিক ৬ঘন্টার উপর সময় দেয়া হয় তাহলে

-- শর্ট গিগ কন্টেন্ট রাইটার হতে: ৪ মাস

-- প্রোফেশনাল কন্টেন্ট রাইটার হতে: ২ বছর

-- কপি রাইটার হতে: ১ বছর

-- প্রফেশনাল কপিরাইটার হতে: ৪ বছর


কাদের জন্য ভালো হয়?

১. স্টুডেন্টদের জন্য।

২. টিচারদের জন্য। যাদের এমনিতেই শব্দ নিয়ে খেলতে হয়। কঠিন জিনিসকে সহজ ভাবে বোঝানোর চেষ্টা করতে হয়।

৩. ঘরের গিন্নিদের। মুখের কথা হাতে নিয়ে আসলে জামাই বেচারাদের কানের উপর একটু চাপ কমে।

৪. যারা খুব পড়তে পছন্দ করে।

৫. যারা বলতে পছন্দ করে। বাকপটুদের জন্য।

৬. সেন্স অব হিউমার খুব ভালো। হাসতে পারে অথবা হাসাতে পারে।

৭. সাহিত্যিক লেখক বা কবি।



কাদের শুরু করা উচিত না?


১. যারা ইতোমধ্যে বিগবস টাইপের অন্য স্কিলে পারদর্শী অথবা হবার পথে। 

যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েবডিজাইন, গেম ডেভেলপমেন্ট ইত্যাদি।

এই কাজ শেখা অবস্থায় শব্দ নিয়ে খেলার মানসিকতা থাকলে স্কিল ডাউন হবার চান্স থেকে যায়।


২. যাদের পড়তে ভালো লাগে না।

যতই লেখা প্রতিভা থাকুক, পড়ার অভ্যাস না করতে পারলে প্লিজ এটা শুরু করবো না। অনেক অনেক প্যারা সামনে।


৩. যাদের ধৈর্য খুব কম। কষ্ট করার ইচ্ছা কম। স্যাম্পলের জন্য লেখা, পোর্টফোলিওর জন্য লেখা এসব ভালো লাগে না।


৪. কপিপেস্টকে যারা একমাত্র বড় হবার উপায় মনে করে।





শুরুটা কিভাবে করবো?


প্রথম ধাপ: সিদ্ধান্ত নেয়া

-- অনলাইনে content writer, copywriter, content writer job/salary, how to be a content writer, how to be a copywriter, life of a content writer, content writing pros, content writing cons


লিখে সার্চ করবো। 

দৈনিক সর্বনিম্ম ৩টা ওয়েবসাইট এবং ৩টা ভিডিওতে ভিডিওতে চোখ বুলাতে হবে। এভাবে মোট ১৫টা ব্লগ পড়বো। সাথে ২০টা ভিডিও মোট ৪ ঘন্টার দেখবো।

-- দেখা শেষ করে নিজেকে নেক্সট ১০ বছরে কোথায় দেখতে চাই এবং  তারজন্য এই ৫ বছর কোন কোন পথ ধরতে হবে তার একটা শর্ট লিস্ট করবো।

-- পুরো সময়টায় বাড়তি সতর্ক থাকতে হবে। খাওয়াদাওয়া সহজ সাধারণ হলে ভালো হয়।

-- কোন ধরণের ঝগড়াঝাটি-ঝামেলায় না জড়ানো উচিত।


সময়: ৩ - ৫ দিন



২য় ধাপ:

-- নিজের সবচাইতে পছন্দের ৭টা বিষয় নির্ধারণ করবো। যেগুলোতে আমি পড়তে লিখতে পছন্দ করবো। আমার খুব মজা লাগবে। যেকোন ৭ বিষয়। কাজে লাগুক বা না লাগুক।

-- ঐ তালিকা থেকে প্রথম ৩ বিষয়ের উপর লেখা শুরু করবো। মনে যা চায় যেভাবে চায়:

দৈনিক ১২ পৃষ্ঠা (প্রতি পৃষ্ঠায় ১২ লাইন, প্রতি লাইনে ১২ ওয়ার্ড ধরে)

-- content writing learning process ও copywriting learning steps এই দুটো সার্চ টার্মের উপর দৈনিক ২টা পোস্ট পড়া এবং ২টা ভিডিও দেখা চলবে।


সময়: ১২ দিন


৩য় ধাপ:

-- এবার মেন্টর ধরার পালা। অনলাইন মেন্টর ধরলে ভালো হয়। অফলাইন মেন্টর ধরতে পারলেতো কথাই নাই। মেন্টর না ধরেও সামনে এগোতে পারবেন কিন্তু ধরার একটা চেষ্টা করতে থাকুন এই ধাপে।


-- দৈনিক ৯ ঘন্টা লিখতে হবে। ফজর থেকে যুহর ধরে একটানা লিখে দুপুরে খেয়ে ঘুম দেয়ার অভ্যাসটা করা ভালো। ফল দ্রুত আসে। লিখতে হবে একটানা।

চেষ্টা করতে হবে: কমপক্ষে যেন ৩০ পৃষ্ঠা লেখা এবং ১৭টা হেডলাইন লেখা হয় প্রতিদিন।

-- পড়তে হবে ৪টা ব্লগ, দেখতে হবে ৩টা ভিডিও।


-- ভিডিওর জন্য Ahrefs, Ali Abdaal, Neil Patel, Brian Dean ফলো করলে সুবিধা আছে।


-- মেয়েদের জন্য স্পেশালি Alex Cattoni, Sarah Turner এর ভিডিওগুলো ভালো হবে। লম্বা ভিডিও করে, তাই দৈনিক ১টার বেশি না দেখা ভালো।


-- পেইড ভিডিও নেয়ার সুযোগ থাকলে অবশ্যই LinkedIn Learning, Masterclass, SkillShare, Udemy, Coursera দেখলে খুব ভালো হয়। 

লেখালিখিতে যারা অন্তত মিডিয়াম মানের সিরিয়াস তাদের জন্য খুব ভালো। দারুন কাজের সব কন্টেন্ট রাইটিং ও কপিরাইটিং কোর্স আছে। টাকাতো উসুল হবেই, বরংচ পুরো লাইফের ক্যারিয়ার দাড়িয়ে যাবে এখান থেকেই।


সময়: ২১ দিন


৪র্থ ধাপ:


-- মেন্টর পেয়ে গেলে বাকিধাপগুলো মেন্টর নিজেই দেখিয়ে দেবে। যদি মেন্টর ম্যানেজ না করা যায় তাহলে এই ধাপ থেকে বাকিটা এগিয়ে নিতে হবে।

-- মার্কেটপ্লেস সম্পর্কে সার্চ দেয়ার পালা: অ্যাকাউন্ট না খুলেই। দৈনিক ভিডিও দেখতে হবে ২টা, পোস্ট ১টা, ফোরাম চেক ২০ মিনিট


freelancer, upwork, iWriter, FlexJobs, The Writer Finder, BloggingPro, People-Per-Hour,  fiverr,Constant Content, Textbroker, Writer Access, Guru, Craigslist, 


-- সাথে ধাপ ৩ এর কাজগুলো করতে হবে। নিজের পছন্দের যে সাতটা বিষয় ছিলো এবার বাকী চারটা বিষয় নিয়ে লেখা প্রাকটিস করতে হবে।


সময়: ২১ দিন


৫ম ধাপ:

-- এবার রাইটিং নিশ চয়েজ করার পালা। 


-- শুরুতে 'যেকোন নিশে লিখতে পারাই হচ্ছে কন্টেন্ট রাইটারের আসল দক্ষতা' এই ভুল থেকে বের হতে হবে। এ থেকে বের হবার জন্য প্রয়োজনে পীর, দরবেশ বা সাইক্রিয়াটিস্ট যা দেখানো সম্ভব দেখাবো।


-- নিজের ঐ ৭ চয়েজের মধ্যে কোনটা কোনটা ভালো, উপকারী এবং সেগুলো দিয়ে আয় করা যায় খুজে বের করতে হবে। যদিও একটা না যায় তবে তার কাছাকাছি যায় এমন অর্থকরী নিশ খুজে বের করতে হবে।


-- মোট ৩টা নিশ চয়েজ করতে হবে। যেগুলো নিয়ে আগামী ১ বছর কাজ করা হবে। তাই খুব সাবধানতার সাথে চয়েজ করতে হবে। এই ৩ নিশের ১টা নিশে গুরুত্ব দেয়া হবে ৭০%, আরেকটায় ২৫% এবং ৩ নম্বরটায় মাত্র ৫%। সুতরাং চয়েজ করতে হবে খুব সাবধানে।


-- বিভিন্ন মানুষের সাথে অনলাইনে অফলাইনে আলাপ করে তথ্য নিতে হবে।


-- এই দিনগুলো লেখালিখি, ভিডিও দেখা, পোস্ট পড়া এগুলো থেকে বিরত থাকা জরুরী।


সময়: ৭ দিন




৬ষ্ঠ ধাপ:


-- ১ম দিনেই সবচাইতে সহজ ও পছন্দের ৫টা মার্কেটপ্লেস হতে প্রথম ৩টাতে অ্যাকাউন্ট খুলে ফেলবো। এই পর্যায়ে কোন গিগ বা বিড করবো না। এই ধাপের পুরো সময়টা শুধু অন্য লোকের কাজ, গিগ, বিড দেখে যাবো দিনে ১ ঘন্টা করে।


[অ্যাকাউন্ট খোলার সময় সাবধান। আগে মার্কেটপ্লেসের সমস্ত নিয়মকানুন জেনে নিতে হবে। ভালো হয় অভিজ্ঞ কারও সাহায্য নিলে। ভিডিও দেখে নিলেও চলবে]


-- এই ধাপের ১ম দিনেই ফেসবুক, টুইটার ও লিংকডিনে নিজের এনআইডি কার্ডে দেয়া নামে অ্যাকাউন্ট খুলে ফেলবো। 

তারপর এখানকার টাইমলাইন, বিভিন্ন গ্রুপ বা পেজে নিয়মিত এডিট করা শুদ্ধ লেখাগুলো পোস্ট দিতে শুরু করবো। 


-- ব্লগস্পটে নিজের নামে একটা ফ্রি ব্লগসাইট নিয়ে সেখানে আমার কাজের স্যাম্পল, পোর্টফোলিও, বায়ারের দেয়া রিভিউ সাজিয়ে রাখবো। সব মিলিয়ে ১ দিনও লাগবে না এটার জন্য।


-- ৩টা নিশ নিয়ে কাজ শুরু করবো। একটা নিশে একদম এক্সপার্ট হবার চেষ্টা চলবে।

-- content writing niche choice, writing seo optimize content, content writing mistakes, content writing strategies, content writing tips for beginners, Bad writing techniques


এগুলো সার্চ করে ভিডিও দেখবো দৈনিক ৩টা, পোস্ট পড়বো+নোট নিবো ২টা 


-- দৈনিক ৭ ঘন্টা লেখা। সলিড লেখা। নেটঘাটাঘাটি, খোচাখুচি এসব বাদে (২০ পৃষ্ঠা, ১০ হেডলাইন)


-- দৈনিক ২ ঘন্টা পুরোনো লেখা এডিট চলবে (অন্তত পক্ষে ৫পৃষ্ঠা)



-- সোশ্যাল মিডিয়ার এই অ্যাকাউন্টগুলোতে দৈনিক কানেক্ট করতে হবে বিভিন্ন ভালো পজেটিভ মানুষের সাথে। অন্যদের লেখা পড়া, পোস্টে লাইক কমেন্ট শেয়ার এগুলো চালু করতে হবে।




সময়: ২১ দিন


৭ম ধাপ:


  • -- এখন গিগ সাজাবো, বিডের জন্য কাভার লেটার লিখে সাজিয়ে রাখবো ৭ স্টাইলের,
    দেখানোর মতো নির্ভুল সহজ আর ইউনিক কিছু স্যাম্পল সাজাবো,
    [এগুলো নিয়ে একটু পড়াশোনা করে নিলে বেশি ভালো হয়। যে কেউ একটু ঘাটলেই পাবে। চাইলেই সম্ভব।] 
  • -- নিজের জন্য নিজের ব্লগে নিয়মিত লিখবো।
  • -- রাত ১০:৩০ থেকে সকাল ৯টার মধ্যে যেকোন ৫টা ঘন্টা মার্কেটপ্লেসগুলোতে টানা অ্যাকটিভ থাকবো। (লেখা, এডিট, ভিডিও দেখা ইত্যাদি অন্য কাজ করার পাশাপাশি)
  • -- দৈনিক ৪ ঘন্টা লেখা। (নুন্যতম ১৫ পৃষ্ঠা, ৭ হেডলাইন)
  • -- দৈনিক ৩ ঘন্টা এডিট ৩ দিনের বেশি পুরোনো লেখা। (নুন্যতম ১০ পৃষ্ঠা)
  • -- দৈনিক ১ ঘন্টা সময় সোশ্যাল মিডিয়া কানেকশন। লাইক, কমেন্ট, কানেকশন, অ্যাডফ্রেন্ড।
  • -- নতুন নতুন ভিডিও দেখা ৬ষ্ঠ ধাপের সার্চ টপিকগুলোর উপর ভিডিও দেখা ও পোস্ট পড়ার জন্য ১ ঘন্টা।


সময়: ২১ দিন+ অন্য কিছু শুরু করার আগ পর্যন্ত



ইনশাআল্লাহ মোটামুটি আয় হবার জন্য আমরা এখন তৈরি। 

বাড়তি কোন কিছু জানতে চাইলে মেইল বা মেসেজ করা যায়। 

thehafij@gmail.com

fb.com/hafij.co

0 Comments