বিক্রি বাড়াতে ভালো লোগোর ৪টি জরুরি ভূমিকা ও লাভ:



সব ভালো উদ্যোগগুলোর জন্য চলছে দেশ। তবে তারপরও অসংখ্য ব্যবসা পরে যায়, স্বপ্ন শেষ হয়ে যায় ভুল প্রচারপ্রসারের কারণে।


আর এই ভুলের তালিকায় সবার উপরে আছে ভুল লোগো ডিজাইন। তাই ভালো লোগো সম্পর্কে আলোচনাকে জরুরি মনে করছি।




১. 

লোগো আমার ব্যবসার পরিচয় দেয় ক্রেতার সামনে।

পরিচিত কাস্টমার লোগোর মাধ্যমে খুজে পায় আমাকে।


যে কারণে লোগোকে অবশ্যই অবশ্যই ইউনিক হতে হয়।

বিভিন্ন অ্যাপ থেকে লোগো তৈরির সময় এটা মনে রাখতে হবে। একই টেম্পলেট আরও অনেকে ব্যবহার করে আমার আলাদা পরিচয় ব্রান্ড ভ্যালু কিছুই থাকবে না। 


২. 

পয়লা দর্শনধারী।

যতই যা বলুক না কেন, মানুষ সাধারণত 'জাজ এ বুক বাই দেয়ার কাভার'।

সুতরাং লোগো যদি প্রফেশনাল কাউকে দিয়ে তৈরি না হয়, খুত থাকে, ভুল থাকে, দেখতে বাজে হয়... খুব বিপদ।

নতুন প্রতিটি ক্রেতা আমার প্রোডাক্ট, সার্ভিস এবং কোয়ালিটি সম্পর্কে বাজে ধারণা করবে। বুস্টিং করলে একবার দেখেই বাজে ধারণা নিয়ে চলে যাবে, আর ফিরবে না।



৩.

ভালো লোগো নতুন ক্রেতার মধ্যে আস্থা তৈরি করে। সে তখন পেজটা আরও খুটিয়ে খুটিয়ে দেখতে, পোস্টগুলো পড়তে উৎসাহ বোধ করে। সুতরাং বেশি ফসল পেতে হলে যেমন ভালো সার দিতে হয়, তেমনি বেশি ক্রেতা পেতে হলে পেজের ডিজাইন, ছবি, প্রোফাইল পিকচার, লোগো সুন্দর হতে হয়।


৪. 

বিশ্বের বেশির ভাগ নিউরো সাইকোলজিস্টদের মতে নাম মনে রাখার চাইতে ছবি বা দৃশ্য মনে রাখা সহজ। যে কারণে ব্যবসার শুরুতে নতুন একটা নাম মানুষকে চেনানো যত কঠিন একটা ছবি বা সিম্বল মনে রাখানো ততই সহজ।  বিজনেস এর শুরুতে বেশিরভাগ অডিয়েন্স ই আপনার বিজনেস এর নাম ভুলে যায়। 



ভালো প্রোফেশনাল মানের লোগো পেতে ভিজিট করুন:

Brands24.co


0 Comments