শুধু চিন্তাচিন্তি আর কৌশল করে গেলে হবে?

 শুধু চিন্তাচিন্তি আর কৌশল করে গেলে হবে না।


 শ্রম দিতে হবে।

শুধু প্ল্যান করে গেলে স্বপ্ন স্বপ্নই দেখে যাবে।

সাহস করতে হবে।

ঝুকি নিতে হবে।

কাজ করতে হবে।

সারাদিন গালে হাত দিয়ে শুধু পোস্টের আইডিয়া/ উপকরণ ভাবলে চলবে ব্যবসা?

এটা করলে কেউ চিনবে আমাকে?

দূরদূরান্তে দালান গহীনে বসে এক হাফিজ ভেবে ভেবে দুনিয়া উল্টে ফেলছে, এটা জানবে কোন ইনভেস্টর, কোন উদ্যোক্তা?

মানুষের মনে থাকতে গেলে, মানুষের চোখে পড়তে গেলে আমাকে নড়তে হবে।

কাজ করতে হবে। নড়াচড়া করতে হবে।

ব্যবসা বা কাজের প্ল্যান নিয়ে যারা চুপচাপ বসে আছি। তারা আজ থেকে শুরু করে দেই।

-- নিয়মিত পোস্ট লিখবো।

-- ছবি তুলবো।

-- ভিডিও করবো।

৩/৪ মাস পর নিজেই অবাক হয়ে যাবো আমার অগ্রগতি দেখে। ইনশাআল্লাহ।





0 Comments