বাসায় কিভাবে বলবো বিয়ের কথা বিয়ের কথা?

বাসায় কিভাবে বলবো বিয়ের কথা বিয়ের কথা?

★★★ মেয়েদের জন্য :
ফিল করেন করুন একবার:

-- আপনাকে বিয়ে দিতে দেরির কারণে প্রতি সেকেন্ডে গোনাহগার হচ্ছে আব্বুআম্মু, অভিভাবকরা।

-- তাদের অধিকাংশ ভালো আমল কবুল হচ্ছে না।

-- ফরজের পূর্ন সওয়াব পাচ্ছে না।

-- কুরবানী ফিরিয়ে দেয়া হচ্ছে। 

-- সমস্ত নফল আমলকে বেয়াদবী হিসেবে লেখা হচ্ছে। 

-- তাদের সামান্য বিলাসীতাকেও অপরাধ হিসেবে গণনা করা হচ্ছে। 

-- ইস্তেগফার কবুল হচ্ছে না।

-- রহমতের ফেরেশতারা লানত করছে।

-- মাটি অভিশাপ দিচ্ছে। 

--পৃথিবী অভিশাপ দিচ্ছে। 

--এই অবস্থায় মারা গেলে অনেক কষ্ট দেয়া হবে। রহমতের নজরে দেখা হবে না। হিসাব দিতে দিতে জান খারাপ হয়ে যাবে।

❤️ আর বিয়ে দিয়ে দিলে সব বদলে যাবে।

-- প্রতিটি আমল বাড়তি বোনাস সহ কবুল হবে।
-- রহমত ও ক্ষমার দৃষ্টিতে দেখা হবে সারাক্ষণ। 
-- চারপাশের মাখলুকাত দুআ করবে।
-- মারা গেলে হিসাব সহজ করে দেয়া হবে।
-- আরও প্রচুর উপকারীতা যা পোস্টে ধরবেও না।

জাস্ট ফিল করুন কয়েকবার।
ইনশাআল্লাহ কি করতে হবে আপনার ভালো ভাবে বুঝে যাবেন।

★★★ ছেলেদের জন্য:
১. সামান্য ভদ্র পরিমাণ আয় করেন।

২. আসরের পর শুধু আম্মুকে জোর করে কোলে নিয়ে রাস্তায় বের হন। আর কাউকে গোনার দরকার নাই।

৩. আম্মুকে বলেন, 
' শোনো আম্মাজান, এলাকার প্রতিটি বাড়িতে যাবো আমরা। 
মেয়ে দেখে তোমার পছন্দ হলে কথা বলবা। 
খুব বেশি ঝামেলা না থাকলে কাউকে বাতিল করবা না। তারপর আমাকে ডাকবা। জায়গায় বিয়ে। বুঝছো টিয়াপাখি?'
এশা পর্যন্ত মাতা পুত্রের 'কন্যা শিকার অভিযান' চলবে।

৪. রিপিট।

0 Comments