আল সিয়ামের কন্টেস্ট জয়

আলহামদুলিল্লাহ!
ব্যাচের স্টুডেন্ট সিয়াম সফলতার সাথে  freelancer.com ফ্রিল্যান্সারের কন্টেস্ট উইন হয়েছে।

আমার অবদান কতটুকু ছিলো?

= সামান্য। খুবই সামান্য গাইড।

★ পুরোটাই আল্লাহর দয়া 💯

★ ছেলেটার নিজের একান্ত শক্তিশালী উৎসাহ 💚

★ সজীব পাশা ভাইয়ার কড়ড়ামি ☠️

★ মার্ক জুকের ভালবাসা ❤️
(জুক্কিনি পোলাটার সুপার অ্যাকটিভ ফাঁসবুক অ্যাকাউন্টটা রেস্ট্রিকশনে পাঠিয়ে লাইনে আনে)

এবং Last but not least
★ একটা চোর যে তার মোবাইলটা চুরি করে 🥷
(মোবাইলটা ছিলো বড় কালপ্রিট)

আমিতো শুধু বলেছিলাম,
"চাকরি না ছাড়লে আমার পক্ষে গাইড দেয়া সম্ভব না।  আমার হাত পা বাধা। বড় ভাইরা মাইর দিবে।"

সিয়াম একসাথে তিনটা ফুলটাইম ডিউটি করতো।
মাল্টিটাস্কিং। এটার কারণে রেজাল্ট পেতে দেরি হচ্ছিলো। ম্যানেজমেন্টের ভাইরা এটদ নিয়ে আপত্তি জানায় খুব!

আপত্তি ঠিকও ছিলো!
শুধু আমি কেন?
আসলে জ্যান্ত মাল্টিটাস্কারদের রাস্তা দেখানো কোন কনসালটেন্টদের বাবার পক্ষেও সম্ভব না।
আধমরা রোবট মাল্টিটাস্কাররাই শুধু সফল হয় 😑

চাকরী, পড়াশোনা, সোশ্যাল মিডিয়া যুদ্ধ, গেমস, রোমান্স, ইউটিউবের বাহারী ভিডিও, ভ্যাজাইল্যা শখ সব ছাড়তেই হবে সফল হতে গেলে।

# চেষ্টা করলে সর্বোচ্চ দুই (২) নৌকায় পা রেখে টিকে থাকা সম্ভব হলেও হতে পারে।

কিন্তু তিন (৩) নৌকায় পা রাখার চেষ্টা করাটাই জঘন্য রকমের বিশ্রী বোকামী, অভিশপ্ত কাজ ☠️

★ আমার অন্য সব স্টুডেন্টদের জন্য অনেক বেশি ভালবাসা আর দুআ।
রেজাল্ট যতই খুশির হোক, কিন্তু
আমি মূলত কাজে বিশ্বাসী 😇
হোমওয়ার্ক, অফিসওয়ার্কে বিশ্বাসী।

আমার কাছে, Process is the success!
কাজই সফলতা।

তাই মন দিয়ে কাজ করে যান। পিছনে তাকিয়ে দেখার দরকার নাই বাঘ কতটুকু চলে আসছে, কতটা বিপদে আছি। সবশেষে বলতে চাচ্ছি,

'দূরত্ব যতই হোক, কাছে থাকুন'

দুঃখিত...

'দেরী যতই হোক, লেগে থাকুন '
হাফিজফোন 😇

0 Comments