কি করলে কাজ পাবোই পাবো? চাকরি হবেই?

 // চাকরী পাবার মূল সূত্র কি?

= নিয়মিত কাজ খোঁজা।
ফজর থেকে যুহর পর্যন্ত কাজ খোঁজা।
কাজ খোজার উদ্দেশ্যে ৮-১০ ঘন্টা বরাদ্দ করা। 
যার কাজ নাই, তার কাজ হলো কাজ খোঁজা।
যার চাকরি নাই, তার চাকরী হলো, চাকরি খোঁজা।
ইনশাআল্লাহ ফজরের সালাত আদায় করে যুহর পর্যন্ত চেষ্টা করবো, ৪০ দিনের মধ্যে চাকরীর বন্দোবস্ত হয়ে যাবে।





// কি করলে চাকরি পাবোই পাবো?
-- আমাদের চাকরি না পাবার একমাত্র কারণ, আমরা চেষ্টা করি না। আমরা চাকরি খুজি না।
মানুষ বসে থাকে, মানুষ অপেক্ষা করে, কিন্তু চাকরি আসলে খোজে না।
খোজার কথা বলে আসলে অপেক্ষা করে।
কিন্তু খুজতে হয়।
খুজলে পাওয়া যায়।
যে খোজে সে পায়।
নিয়মিত চাকরি খুজলে, নিয়মিত কাজ খুজলে, মন দিয়ে কাজ খুজলে আমরা কাজ পাবোই পাবো। আমরা চাকরি পাবোই পাবো।

0 Comments