দাওয়াত শিক্ষা ১ : সরাসরি নামাজের দাওয়াত

 


দাওয়াত শিক্ষা: ১

সাধারণ মুসলমানকে নামাজ রোজার দাওয়াত সরাসরি দেওয়া অন্যায় কাজ। দেখে মনে হতে পারে খুব ভালো কাজ করছি, কিন্তু আসলে দাওয়াত দিতে হয় কৌশলে।




সমস্যা ১:
যে প্রকাশ্যে সালাত আদায় করে না, সে মুসলিম থাকে না। সে ফাসেক হয়ে যায়।
কেউ বিনা কারণে সিয়াম পালন ছেড়ে দিলে, ফাসেক হয়ে যায়। সুতরাং মুসলিম কেউ যে সালাত আদায় করবে না, সিয়াম পালন করবে না, এটা আমি ধরে নিতেই পারি না।

বরংচ, মুসলিম সম্পর্কে ভালো ধারণা রাখা জরুরী।
কেউ নামাজের সময় মোবাইল চাপছে, জামাতে আসছে না, মনে মনে ধরে নিবো সে হয়তো আমার আগেই নামাজ আদায় করে ফেলেছে। একবার মনে করে দিতে পারি,
'মাশাআল্লাহ, সালাততো নিশ্চয়ই আদায় হয়ে গেছে, তাই না?'

সমস্যা ২:
লজ্জা পেয়ে মিথ্যা বলবে।
অথবা আরও বড় মুশকিল, সে আমাকে দেখানোর জন্য নাপাক অবস্থাতেই নামাজ আদায় করতে যাবে।
নাপাক অবস্থা জেনে শুনে অন্যকে দেখানোর জন্য নামাজ আদায় করা ভয়াবহ মাত্রার অপরাধ কাজ।
ইমান নষ্ট হয়ে যায়।
বাংলাদেশের বেশির ভাগ মুসলমানই জানে না, লজ্জায় পড়ে মিথ্যা মিথ্যি রুকু সিজদা করা যায় না।
বরংচ তারা ভাবে নাপাক হবার কারণ অনুমান করলে তো লজ্জা পড়তে হবে, আমি নামাজটা পড়েই ফেলি।
কোন মুসলমানকে এই ভয়ংকর পাপে বাধ্য করলে আমিতো শেষই, আমার বংশও শেষ!

তাই সরাসরি কোন মুসলিমকে নামাজ রোজার দাওয়াত দেওয়া যাবে না।
একদম ঘরের মানুষ হলে, প্রিয় দোস্ত হলে, খুব নিকট প্রতিবেশি- সারাক্ষণই চোখের সামনে থাকলে সেক্ষেত্রে ভিন্ন হিসাব। কিন্তু কাছের কেউ না হলে তাকে সরাসরি নামাজ রোজার দাওয়াত দেয়া যাবে না।


// কিভাবে দাওয়াত দিবো?
১. দাওয়াতটা এমন ভাবে দিতে হবে, যেন মানুষ পরের ওয়াক্ত আর কাযা না করে। কাপড় ঠিক না থাকলেও যেন সে কোন ভাবে এই সময়ের মধ্যে ঠিক করে নেয়।

২. সালাতের গুরুত্ব মুযাকারা বা আলাপ আলোচনা করা যেতে পারে যখন তখন, যে কারও সাথে। যাকে সন্দেহ করছি বা স্পষ্ট বুঝতে পারছি নামাজ কাযা করতে যাচ্ছে, তার মুখ থেকেই তাকে বলিয়ে নিবো যে নামাজ কতটা গুরুত্বপূর্ণ। ব্যাস, আলহামদুলিল্লাহ এটাই যথেষ্ট, সর্বোচ্চ যথেষ্ট!
অন্তরে ইমান থাকলে নিজেই ছুটবে শরী্র পাক - কাপড় পাক!

৩. মুসলমানের নামাজ আদায় না করা, বড় ধরণের বিপদ বা রোগের লক্ষ্মণ। নিজেকে জাহান্নামের জ্বালানী কেউ শুধু শুধু বানায় না।
হয় এই লোকের ইমান বা ইসলামের উপর বিশ্বাসই কমে গেছে।
অথবা প্রচন্ড মানসিক কোন সমস্যা পার করছে।
দরকার ভালো করে মানুষটাকে বোঝার চেষ্টা করা। কথা বলবো, ডিটেইলসে আলাপ করবো। সুস্থতার জন্য কোন নফল আমল কিংবা উলামাকে সাজেস্ট করবো।

0 Comments