তাড়াতাড়ি বেশি কাজের অর্ডার পেতে...

মার্কেটপ্লেস থেকে তাড়াতাড়ি বেশি বেশি অনলাইন কাজ অর্ডার পাবার জন্য কী কী করতে হয়?

[শুধু যাদের স্কিল আছে তাদের জন্য]

ইনশাআল্লাহ এই টাইমিং 'চালাক, চতুর, সহজ সরল' সবার জন্য কাজ করবে,  

১. মার্কেটপ্লেস বোঝা - 
দৈনিক ১০ ঘন্টা- ১৫ দিন
ইউটিউব, প্রজেক্টগুলো পড়া, গুগল সার্চ

২. কমিউনিকেশন করার ইংলিশটা আয়ত্ব করা।
দৈনিক ৭ ঘন্টা- ৪৫ দিন
গ্রামার বাদে
শুধু কমিউনিকেটিভ ইংলিশটুকু। মানে কাজের জন্য আলাপ করার জন্য যতটুকু লাগে।
ইউটিউব বা টিচার

৩. সেলস স্কিল শেখা 
দৈনিক ১০ ঘন্টা- ৩০ দিন
-- সেল্ফ ব্রান্ডিং
-- সেলস বেসিক
-- প্রেজেন্টেশন ট্রিকস
-- নেগোসিয়েশন স্কিল
-- ভদ্রতা (Corporate Courtasy এটা সময় নিয়ে শেখার জিনিস)
ইউটিউব, গুগল বা টিচার দিয়ে শেখা সম্ভব

৪. রেগুলার বিড করা বা ইমেইলে প্রোপোজাল পাঠানো
দৈনিক ১২ ঘন্টা- ৩০ দিন

0 Comments